ছবি সৌজন্য : ইন্টারনেট
"অসত মা সদগময়ঃ
তমস মা জ্যোতির্গময়ঃ"
সুধী বন্ধু,
“বাংলার বধূ” পরিবার (কমিউনিটি) আপনাদের প্রিয় ম্যাগাজিন এই প্রথম প্রকাশ করতে চলেছে তাদের “শারদীয়া সংকলন”। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন বাঙালী মাত্রেই এই শরতের আগমন কালে উৎসবের আনন্দে মেতে উঠতে চাই। বঙ্গ-বন্ধুরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে তাঁদের স্বীয় প্রতিভা সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। এঁরা কেউ গৃহবধূ, কেউ চাকুরিরতা। ‘ঘর ও বাহির’ দুই দিক নিপুণ ভাবে সামলে কবিতা, গল্প, রান্না, গান, ছবি, ভ্রমণ কাহিনি, ইত্যাদি দিয়ে সুন্দর করে ব্লগ সাজিয়েছেন। কেমন করে সাজবেন তারা এই উৎসবে? কী সুখাদ্য রান্না করে মন ভরাবেন প্রিয়জনদের? কোথায় যাবেন বেড়াতে? এসবের সাথে সাথে তারা গেয়েছেন গান; করেছেন আবৃত্তি; পাঠ; বাজিয়েছেন মঙ্গলশঙ্খ; তুলেছেন অসংখ্য ছবি; লিখেছেন কবিতা, গল্প, প্রবন্ধ।
যেহেতু এই প্রথমবার লেখাগুলি ইংরাজি হরফে না লিখে বাংলায় লেখা হয়েছে, কিছু ভুল ত্রুটি থাকার সম্ভাবনা অস্বীকার করা যায় না। যেমন, ভ্রমণ কাহিনির সাথে কিছু ছবির নামকরন সম্ভব হয় নি। এই অনিচ্ছাকৃত ত্রুটি বিচ্যুতি স্ব-হৃদয় পাঠকের মার্জনা পাবে - এই আশা নিয়েই বাংলার বধূ পরিবারের পক্ষ থেকে সমস্ত পাঠক বন্ধুকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।
জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে এই উৎসবের দিনে সব বন্ধুকে নিমন্ত্রন জানাই আমাদের এই ম্যাগাজিনে। মঙ্গলময়ীর আশীর্বাদে সকলের জীবন সুখে ও শান্তিতে ভরে উঠুক এই প্রার্থনা জানাই। পড়ুন, শুনুন, দেখুন, কেমন করে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে থাকা আজকের বাংলার বধূরা একই সূত্রে গেঁথেছেন নিজেদের হৃদয়।
সব শুভ হোক।
আনন্দে ভরে যাক বিশ্ব-চরাচর,
দুরে যাক ভেদাভেদ, মিথ্যাচার, হিংসা, ঈর্ষা, দ্বেষ, লোভ, নীচতা- এই প্রার্থনা জানিয়ে সম্পাদকের কলম বন্ধ করলাম।
বাংলার বধূ কম্যুনিটি
২১ শে অগাস্ট , ২০০৮